কিছু অ্যাডাল্ট কথা বার্তা

লিখেছেন লিখেছেন আমীর আজম ০৮ জুলাই, ২০১৩, ১০:২০:৪১ রাত

---বুঝলে বাছা, মুক্তিযুদ্ধের চেতনা বুকের

ভিতর লালন করতে হয়। এটাকে কেবল

একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখলে হবে না।

---মাগার স্যার মুক্তিযুদ্ধের

চেতনা ক্যামনে লালন করব বুঝায়ে কন।

---এইডা কি কইলা বাছা? হের উত্তর

তো আমি নিজেও জানিনা।

এটা হল বর্তমান আমাদের বুদ্ধিজীবীদের

অবস্থা। মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন

করতে বলেন কিন্তু বিস্তারিত কিছু বলেন না।

-জিনিস টা কি? এটা কি খায় নাকি মাথায়

দেয়?

-মুক্তিযুদ্ধের চেতনা কিভাবে বুকে লালন

করতে হয়?

-মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে আমাদের

করণীয় কি?

-আমি মুক্তিযুদ্ধের চেতনা লালন করলে দেশের

কি উপকার হবে?

-দেশের মানুষকে কিভাবে বোঝানো যাবে?

এসব প্রশ্নের উত্তর কে দিবে স্যার?

আমি জানি আমার কোন যোগ্যতা নাই এসব

ব্যাপারে কথা বলার। এসব তো জ্ঞানী-

গুনী মানুষের কাজ। কিন্তু মনের

মধ্যে যে প্রশ্ন গুলোর উদয় হয়েছে একজন

তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমার

অধিকার আছে সেগুলো উথ্থাপন করা। আমার

চিন্তা ভাবনায় ভুল থাকতে পারে তাই আগেই

ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে।

এবার আসি কিভাবে আমি মুক্তিযুদ্ধের

চেতনা লালন করতে পারি।

-প্রথমেই মুক্তিযুদ্ধের মহান শহীদদের

প্রতি থাকতে হবে অগাধ সম্মান।

-তারপরেই আসবে নিজেকে গড়ার প্রশ্ন।

আমরা জানি স্বাধীনতা অর্জনের

চেয়ে রক্ষা করা কঠিন। তাই এই

স্বাধীনতা রক্ষার জন্য নিজেকে একজন

যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

আমাদের দেশের প্রধান সমস্যা হল দূর্নীতি।

একজন মানুষ ছোট থেকে দূর্নীতি মুক্ত থাকার

প্রাকটিস না করলে বড় হয়ে সে কিছুতেই

পারবে না এই লোভনীয়

জিনিসটা থেকে নিজেকে রক্ষা করতে।

-এরপর আসবে মানুষকে বোঝানোর কথা।

কারণ নিজের

যোগ্যতা না থাকলে মানুষকে বুঝায়ে লাভ

হবে না। কিন্তু এই কাজটা একক ভাবে সম্ভব

না। এর জন্য অবশ্যই একটা দলের

অন্তর্ভুক্ত হতে হবে।

সমস্যা শুরু হবে এবার। আমাদের দেশে কোন

দলটা আছে যেখানে -

* দলের কর্মীদের দক্ষতা বাড়ানোর

প্রশিক্ষণ দেয়া হয়।

* দুর্নীতিমুক্ত থাকার কথা বলা হয়।

* কোন দলটা শুধু মুখ

দিয়ে ফাঁকা বুলি না আউড়িয়ে আসলেই দেশের

উন্নতি চায়?

* সাধারণ মানুষের কাছে গিয়ে বোঝানোর

চেষ্টা করে কোন দল?

এসব প্রশ্নের উত্তর কে দিবে স্যার?????

মুখ দিয়ে ফাঁকা বুলি আওড়ালে আর তরুণ

প্রজন্ম বিশ্বাস করে না। এ যুগের তরুণ

প্রজন্ম বড়ই সেয়ানা স্যার।।

বিষয়: বিবিধ

১৪৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File